Tuesday, October 25, 2011

SOME USEFUL LINKGS FOR STUDY IN GERMANY

1. http://www.daad.de/deutschland/studienangebote/international-programmes/07535.en.html?ipterm2=communication%25&ipterm3&iplevel=2&ipterm=Electronics&ipfield=0&ipsubject=0&iptypehei=0&iptownhei&iphei=0&iplangdistribution=0&iplangtest&iptuitionfees=0&ipjointdegree&ipparttime&ipfasttrack&ipcombined&studienbeginn&ipduration=0&ipp=15

2. http://www.daad.de/stipendien/en/index.en.html?code&land=191

3. http://www.study-in.de/en/study/important-facts/

4. http://www.daad.de/deutschland/studienangebote/international-programmes/07535.en.html?ipterm2=environment%25&ipterm3&iplevel=2&ipterm=Engineering&ipfield=0&ipsubject=0&iptypehei=0&iptownhei&iphei=0&iplangdistribution=0&iplangtest&iptuitionfees=0&ipjointdegree&ipparttime&ipfasttrack&ipcombined&studienbeginn&ipduration=0&ipp=15

Friday, October 21, 2011

My Résumé

Md. Roqibul Hasan

Address: House#60, Road#14, Sector#11,

Uttara, Dhaka-1230, Bangladesh.

Email: mdroqi@gmail.com

Contact: + (880) - 1710278093

EDUCATION

B.Sc. in Electrical and Electronic Engineering 2007-2011

East West University

CGPA: 3.28/4.0 (3.69/4 in final year)

Higher Secondary Certificate (H.S.C.) 2004-2006

Cantonment Public Collage

GPA: 3.90/5.0

Secondary school Certificate (S.S.C) 2002-2004

Nasirabad Govt. Boy’s High School

GPA: 5.0/5.0

COMPUTER SKILL

· Office applications: MS Word, MS Excel, MS power point, Visio

· Programming language: C/C++

· Academic software: PSpice, Matlab, Verilog, HSpice, Magic VLSI simulator, Advanced Device Simulator (ADS)

· Proficient in internet research

EXPERIENCE

· Graduate Teaching Assistant (GTA), Department of Electrical and Electronic Engineering, East West University, Bangladesh. Fall-2011

LANGUAGE PROFICIENCY

English (advanced), Bangla (Native), French and Japanese (Basic)

FIELD OF INTEREST

Wireless Telecommunications, Digital Electronics, Nano-electronics, Nanobots, Sustainable energy, Control system, signal processing.

SELECTED UNDERGRADUATE PROJECTS

· Successfully implemented 4-bit ALU in breadboard.

· Designed and implemented a 4-bit ALU in Magic and tested it with Hspice.

· Tested Skew of n-MOS in ADS.

· Designed and implemented 5V voltage stabilizer in breadboard.

ELECTIVE COURSES

· Fundamentals of Nanotechnology

· VLSI Circuit and Systems

· Analog Integrated Circuits

· Wireless and Mobile Communications

· Power Stations

· Renewable Energy

INTERESTS AND HOBBY

Interested in reading and improving general knowledge, catching up with new technologies, Plying cricket, football, Reading novels, listening songs, solving puzzle, surfing internet, blogging, learning new languages.

REFERENCES

1. Dr. Anisul Haque
Chairperson and Professor
Department of Electrical and Electronic Engineering

East West University

E-mail: ahaque@ewubd.edu.

Sample Recomendation Letters

Sample 1:

I am very pleased to write about A.S.M. Kamaluddin, one of the best undergraduate students. He was my direct student from 2003-2006. He graduated in September 2006 from University of Technology. He is currently working as a Lecturer in the Department of Electrical and Electronic Engineering in University of Technology.

As a direct teacher, I found A.S.M. Kamaluddin with outstanding competency in solving complex logical problems and thinking in scientific matters. He had a very strong background in engineering problems to reach to the heart of a challenging problem through his deep insight in analyzing it first and to formulate the possible solution through his exceptional dexterity in logical thinking and ingenuity of mathematics. He successfully finished the final year B.Sc.Engg. Project after doing research on ‘Micro Controller Operated Robot using Photo sensor guiding system’ under my supervision. He has also published a Conference paper based on this thesis in ASCIM, 07, Malaysia.

His pre-university academic result was also outstanding. The quality of his integrity and coolness to realise and analyze a topic is impressive. I believe he has a very good potential to pursue his career to doctorate level.

He can communicate well in English both verbally and in writing. He possesses a strong personality and has the quality to work with others in a group, to act as an organizer or to take the leadership of a group just as he is able to work independently. He has good inquisitive and analytical mind with interest towards challenging work and is capable of producing positive result. As a summary of this young man, I can tell he is part creative, part free spirited individualist and one hundred percent passionate about technology.

I am glad to know that he is trying for admission to your graduate program. For his superior qualities, I recommend him very strongly for admission to your graduate program. I also recommend him highly for any possible financial assistance in the form of Fellowship/ Scholarship/ R.A/ T.A.

I wish him every success in his career.

Sample 2:

Jan 05, 2008

To Whom It May Concern:

The first impression that one forms of Mohammad Hossain is that, of a person gifted with technical soundness and intelligence to put it to optimum use. His ability to combine intelligence with imagination makes him good in all things practical. It would be proper to say that with qualities like dedication and perseverance already present in him, He is bound to go places.

As a Head of the Department, I taught him a course on Electronics-I. During my 4 years of acquaintance with, the notable quality that has thoroughly impressed me is his sharp thinking. An eager and keen student in grasping anything new in his field, He has been regularly keeping himself update about latest developments in his field. This He has achieved through active participation in the seminars conducted by our university and extensive use of the university library.

His abundant personal charm & excellent etiquette have made him popular among his friends and have endeared him equally well to the faculty. Undoubtedly, He will be a luminary of inspiration for others.

Looking at his personality in a holistic way, I would rate him in the top 10% students of his class. I strongly recommend him for graduate studies in your university with full financial assistance.

______________________________

Prof. Dr. Fazil Quamil

Departmental Head of Electrical and Electronic Engineering

University of Technology,

Norshindi, Chittagong-1704, Bangladesh

Phone: 002899267-9, Extension- 3203

Email: fazil@ut.edu.bd

Sample 3:

December 23, 2008

To Whom It May Concern

It is a great pleasure for me to introduce Mohammad Hossain who has graduated in Electrical and Electronic Engineering from the University of Technology in October 2007. He is known to me for about five years as one of my undergraduate students at UT and also through his final year project which he led under my supervision. Therefore I am in a position to observe him very closely.

Mohammad Hossain has a brilliant academic career. is pre-university academic records are also excellent. In the undergraduate program, he attended my lectures on EEE4605: Electromagnetic Fields and Waves, EEE4741: Digital Signal Processing, and EEE4805: Telecommunication Engineering. As a direct teacher, I found Mohammad with remarkable abilities in determining solutions to and solving complex engineering problems. He obtained a CGPA of 3.72 in a 4.00 point scale in his B.Sc. Engineering Degree. He possesses a strong background in electrical and electronic engineering which would enable him to reach to the heart of a challenging problem with his deep insight in analyzing it first and formulating the possible solution through his exceptional skills and ingenuity in logical thinking. His final year project was on “Improvement of Image Compression Using Bahalul Algorithm” which he led towards successful completion as the group leader, scoring A+ grade on it.

Mohammad Hossain is very sincere and hardworking. As a person he is very polite and gentle. He is very popular among his friends and fellow-mates. Truly speaking, he possesses an impressive personality and has the ability to work with others in a group. Moreover, he can communicate fluently in English, both verbally and in writing. He is worthy as an organizer. His strong determination and leadership quality gives him the opportunity to lead a group aiming at successful completion of any task. In summary, I am of opinion that this young man is creative, highly spirited and completely fervent about technology.

Considering the all-around ability, I would rank him in the top 10% students of his class. I firmly believe that he possesses the necessary potential and skill to pursue higher studies and research. Therefore, I would strongly recommend him for admission into the graduate program at your reputable institution. I would recommend him further for any possible financial assistance in the form of Fellowship / Scholarship / Teaching Assistantship / Research Assistantship.

I wish him success in his every future endeavor.

_____________________

Dr. Md. Hamdi Rahman

Professor, Department of Electrical and Electronic Engineering

University of Technology (UT)

Dhaka 3002, Bangladesh

Phone: +88543645645 (PABX) Ext: 7174

Email: Hamdi@eee.ut.bd

Wednesday, October 19, 2011

জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে এপ্লাই করার ধাপসমূহ

বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে জার্মানিতে যাওয়ার। ছাত্রাবস্থায় আমারো ছিলো কিন্তু অনেক কনফিউশন আর হেল্পফুল কোনো গাইডলাইন না থাকায় অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমার মত যাতে কারো এই কনফিউশনগুলো না হয় আর “মাস্টার্স-পিএইচডি এইসব হলো এলিট শ্রেণীর জন্যে” এই ভয়ে কেউ যাতে যোগ্যতা, ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা করা থেকে বিরত না থাকে তার জন্যে আমি এই লেখাটা দিলাম।

১. যোগ্যতাঃ

আমিও মনে করতাম 3.00 এর উপর না থাকলে ভালো কোথাও হাইয়ার স্টাডি করা একটা দিবাস্বপ্ন। যার কারণে ছাত্রাবস্থায় আর পাশ করার পরে দেড় বছর কোনো চেষ্টাই করিনি। পরে একজন সিনিয়র আর ২-৩জন ফ্রেন্ডের কথায় সাহস করে শুরূ করলাম। আজপর্যন্ত অনেক ব্যাচমেট আর জুনিয়রএর সাথে কথা বলে দেখলাম, যাদের সিজি 3.00 এর নিচে তাদের ৯০%-ই মনে করে উচ্চশিক্ষা করার চেষ্টা করে লাভ নাই। আমার সিজি 2.86 + 1-1 এর Math-এ ২বার লগ, কপালজোরে যে ভার্সিটিতে পড়ার সুযোগ পাইছি তা খুব একটা খারাপ ভার্সিটি না। তবে যাই হোক, প্রবল ইচ্ছাশক্তি না থাকলে কেউ মুখে তুলে খাওয়াই দিবেনা-এইটা মনে রাখাও ভালো। তাই সিজি খারাপ হলেও নিজেকে রিফাইন করে নিলে ইনশাআল্লাহ ভালো কিছু কপালে লেখা হবেই। একটা হতাশার ব্যাপার দেখলাম, আমাদের কনফিডেন্স লেভেল ভার্সিটিতে গিয়ে শূন্যের কাছাকাছি নেমে যায় (আমার কথা বলতেছি, অন্যদের কি হয় তা বলতে পারিনা, প্রশ্ন করলে স্যাররা ঝাড়ি দিতো আর বলতো - গাধা, এইটাও বুঝনা!!!)। বিলিভ ইট অর নট- আমাদের ১০০% বাঙ্গালী স্টুডেন্টের মধ্যেই অনেক যোগ্যতা আর অপার সম্ভাবনা আছে।

২.কোর্স সার্চঃ

পড়ার জন্য বিভিন্ন কোর্স খোঁজার জন্যে সরাসরি http://www.daad.de/deutschland/studienangebote/international-programmes/07535.en.html লিঙ্কে গিয়ে লেভেল, ফিল্ড অফ স্টাডি, এন্ড এ সাবজেক্ট এই প্যারামিটারগুলো ঠিক করে দিলে নিচে সবুজ বক্সে এভেইলেবল প্রোগ্রামের সংখ্যা দেয়া থাকবে। হলুদ বক্সে শৌ প্রোগ্রামস-এ ক্লিক করলে সব সাব্জেক্টের নাম লিঙ্ক সহ দেখাবে।

৩. কোর্স বাছাইঃ

জার্মানিতেই শুধু না, বাইরের যে কোনো দেশে পড়তে যাওয়ার আগে অবশ্যই দেখে নেয়া লাগে যেসব বিষয় সেগুলো হলো-

a) সাবজেক্টঃ

উপরের লিঙ্ক থেকে প্রোগ্রাম সার্চ দিলে অনেক প্রোগ্রামই হয়ত আসবে, কিন্তু সব প্রোগ্রামইতো আর আমাদের পড়ার জন্যে উপযুক্ত না। যেমন- আমি যখন প্রোগ্রাম সার্চ করছিলাম তখন প্রিন্ট এন্ড মিডিয়া টেকনোলজি নামে একটা সাবজেক্টও আসছিলো, কিন্তু দেশে চাকরির কথা চিন্তা করি অথবা আরো উচ্চতর পড়ার কথাই চিন্তা করিনা কেন আমার কাছে মনে হয়েছিলো এইটা আমার পড়া উচিত হবেনা।

b) ভাষাঃ

অনেক সাবজেক্ট আছে জার্মান ভাষায়, অনেকেরই হয়তো জার্মান ভাষার কোর্স করা থাকতে পারে, তবে আমার পরামর্শ জার্মান ভাষার সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিনই হবে। কারণ টিচারের লেকচার বুঝতে হবে ভিনদেশি ভাষায়, আবার পরীক্ষার খাতায় বুঝাতেও হবে সেই ভাষায়। মানে ডাবল পরিশ্রম। উপরের লিঙ্কে সার্চ করে যে কোনো প্রোগ্রাম পেজ-এ ঢুকলেই Course Language দেয়া থাকে।আমি যে লিঙ্কটা দিলাম তাতে সব ইংরেজী ভাষার কোর্স। কারো যদি ইচ্ছা হয় জার্মান ভাষায় পড়ার তাহলে http://www.daad.de/deutschland/studienangebote/alle-studiengaenge/06539.en.html এই লিঙ্কে গেলে জার্মান, ইংরেজী সব মাধ্যমের সাবজেক্ট একসাথে পাওয়া যাবে।

c) Admission semester, etc.:

এই ব্যাপারটা কোনো কোনো ক্ষেত্রে দেয়া থাকে Winter Semester only অথবা Summer semester only বা Both semester দেয়া থাকে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। Beginning of program, Program duration এগুলোও লিঙ্কে দেয়া থাকে। আর Application deadline-তো অবশ্যই দেখা উচিত। Description of Content - এই জিনিসটা হাল্কা দেখে নেয়া ভালো, ভিসার ক্ষেত্রে ইন্টারভিউতে এটা অবশ্যই কাজে লাগবে (যদি বাঙ্গালী ইন্টারভিউয়ার থাকে তাহলেতো এটা জানতেই হবে।) সাথে সাথে এর ঠিক নিচে Course Description (Read More)-এইটা পড়তে হবে, অন্ততপক্ষে কত ক্রেডিটের কোর্স তা জানার জন্যে।

d) Cost, Fees, and Funding:

এইটা হলো পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয়। টিউশন ফি, এনরোলমেন্ট ফি অনেক ভার্সিটিতে লাগেনা, কোথাও আবার লাগে প্রতি সেমিস্টার ৫০০-৭০০ ইউরোর মত। তবে কিছু সাবজেক্ট, যেমন- এরোস্পেস, লাগে ২ বছরে ২০০০০ ইউরো+ ভ্যাট। Cost of Living ৮০০ইউরো দেয়া থাকলেও জার্মানিতে পড়ছেন এরকম সিনিয়ররা বলেছেন ৫০০ ইউরো অনেক যথেষ্ট। মিউনিখের মত বড় শহরগুলোতে খরচ একটু বেশি, তবে ৫০০র বেশি না। খরচের একটা ব্যবচ্ছেদ জানলাম মিউনিখের এক সিনিয়রের কাছ থেকে- খাওয়া ৬০+ হেলথ ইন্সুরেন্স ৮০+বাসা ভাড়া ৩০০+ বিবিধ ৩০। বেশি বেশি করে ধরেই বললাম এটা। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে ট্রান্সপোর্টেশনের খরচ কই? এখানেই হলো টিউশন ফি-র মজা। টিউশন ফি অনেক ভার্সিটিতে নেয়া হয় স্টুডেন্ট ইউনিয়নের জন্যে, এরা আবার বাস-ট্রামের অথরিটির সাথে চুক্তি করে রাখে। স্টুডেন্টদের একটা কার্ড দেয়া হয়, এটা সাথে নিয়ে চললে ট্রান্সপোর্টেশন খরচ নাই। আবার ক্যান্টিনে ডিস্কাউন্টে খাওয়াও যাবে এই কার্ড দেখিয়ে। কিছু ভার্সিটি আবার কোনো টিউশন ফি না নিয়েই এই সুবিধাগুলো দেয়।

এখানে আবার ফান্ডিং নিয়েও তথ্য দেয়া থাকে, যেমন ইন্টার্নশীপ অপরচুনিটি, স্কলারশিপ ইত্যাদি।

e) Required Entry Qualification Profile:

Ielts, Toefl লাগবে কিনা, কত লাগবে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সেকশনে। মজার ব্যাপার হলো, আমরা চার বছর ইংলিশ মিডিয়ামেই পড়ি, এই জন্যে অনেক ভার্সিটিই Ielts, Toefl চায়না। এটা যদি আগে জানতাম তাহলে মিনিমাম ফোর্থ ইয়ারে থাকা অবস্থায়ই অনেকগুলা জার্মান ভার্সিটিতে এপ্লাই করতাম। তবে হাইর‍্যাঙ্কড ভার্সিটিগুলো চাইতে পারে, ইভেন Gre-ইও। আর সেইফ সাইডে থাকার জন্যে Ielts, Toefl, Gre করা থাকলে গ্রহণযোগ্যতাও বাড়ে, ভিসাতেও সুবিধা হয়। তবে এগুলা করার ভয়ে এপ্লাই করা থেকে বিরত থাকাটাও বোকামি।

অনেক ভার্সিটি আবার হয়তো ইন্টারভিউও নিতে পারে। যেমন আমার ক্ষেত্রে হইছিলো। কিন্তু আমি বলবো, ভয়ের কিছু নাই। নিজের লাইফে এপর্যন্ত যত ইন্টারভিউ দিছি, যার মধ্যে ৩ বার দিছি ফরেইনারদের কাছে- এই অভিজ্ঞতা আর অন্যদের কাছ থেকে শুনেই বলতেছি, এই ইন্টারভিউ একেবারে সোজা। যেটা পারিনা সেটা সরল স্বীকারোক্তি দিয়ে বলছি -পারিনা, কিন্তু শিখে নিবো। জার্মানির চাকরির ইন্টারভিউতে একজন বাঙ্গালী তার অভিজ্ঞতা লিখছে এভাবে- কর্মকর্তারা বললো “আমাদের কোম্পানি এই এই কাজ করে......” তারপরে জিজ্ঞেস করলো “আপনি আপনার জ্ঞান, মেধা দিয়ে কোম্পানির কিভাবে সাহায্য করতে পারবেন?” সুতরাং যারা বাংলাদেশে কোনো চাকরির ইন্টারভিউ বা ভার্সিটিতে সেন্ট্রাল ভাইভা দিছে তাদেরকে বলবো- চিয়ার আপ! হোয়াই ডেয়ার??!!

f) শহর, ভার্সিটিঃ

Relevant additional information অংশটা দেখাটা জরুরি এই কারণে যে, ভার্সিটির অবস্থান (র‍্যাঙ্কিং), শহরের অবস্থা, থাকার ব্যবস্থা কেমন – এই ব্যাপারগুলা ক্লিয়ার করা যাবে। বিশেষ করে শহর- অনেক শহরের ক্ষেত্রে লেখা থাকে “Only a little chance of parttime jobs”. সুতরাং সাবধাণে স্টেপ নিলে থাকা-খাওয়া-বাঁচা-মরা নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবেনা।

৪. এপ্লাই করাঃ

এই সবগুলো বিষয় মনমতো হলে পেজের উপরের দিকে ডানপাশে Contact বা Submit Application to থেকে এড্ড্রেস নিয়ে এপ্লাই করা শুরু করতে হবে। আমি সরাসরি Contact থেকে প্রফেসরের মেইল এড্ড্রেস নিয়ে মেইল করে নাম, ভার্সিটি থেকে পাশের সাল আর সাবজেক্ট লিখে বলছিলাম এই ভার্সিটিতে (ভার্সিটির নাম) এই কোর্সে (কোর্সের নাম) স্টাডি করতে ইচ্ছুক। আমার Ielts স্কোর, সিজিপিএ, থিসিসের সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি... অবিশ্বাস্য ব্যাপার হলো, ইন্সট্যান্ট জবাব দিয়ে তাঁরা বলে দেন কিভাবে কোথায় এপ্লাই করতে হবে। বেশিরভাগ ভার্সিটির অনলাইনে এপ্লাই করার সু্যোগ আছে। তবে যাই হোক, হার্ডকপি অবশ্যই পাঠাতে হবে (ব্যাতিক্রমও হতে পারে, তবে আমি ১০-১২টা ভার্সিটির প্রফেসর বা কোর্স কোওর্ডিনেটরের কাছে মেইল করছিলাম, সবাইই বলছিলো হার্ডকপি পাঠাতে)। আরেকটা ব্যাপার, ২০দিনের বেশি সময় হাতে থাকলে হার্ডকপি সরকারি ডাকেই পাঠানো ভালো, মাত্র ২০০টাকার মত খরচ হয়, সময় লাগে ৭-১৫দিন। আমি একেবারে ইলেভেন্থ আওয়ারে গিয়ে এপ্লাই শুরু করছিলাম, সময় হাতে পাইছিলাম ৪-৫ দিন।যার কারণে DHL ছাড়া কোনো উপায় ছিলোনা, প্রতিটা ভার্সিটিতে এপ্লাই করতে গেলে প্রচুর খরচ হবে এই টেনশনে আল্লাহর উপর ভরসা করে মাত্র একটা ভার্সিটিতেই হার্ডকপি পাঠাইছিলাম।

আর সার্টিফাইড ফটোকপি নিয়াও একটা কনফিউশন হয় কমনলি, কেউ বলে ট্রু কপি দিতে হবে আবার কেউ বলে নোটারাইজড কপিই এনাফ। এইটা একটু খোঁজখবর নিয়ে দেয়া ভালো। তবে আমার মনে হয় নোটারাইজড কপিই যথেষ্ঠ। জার্মান এম্বাসিতে গিয়ে ফ্রি এটেস্টেড করানো যায়, তবে হাতে ৭ দিন সময় নিয়ে সেটা করাটা ভালো।

এপ্লাই করা শেষ হলে এরপর হয়তো সর্বোচ্চ ২ মাস পর্যন্তও ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে, এই টাইমটা খুবই ডিপ্রেসিভ। সময় কাটানোর জন্যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়নাই তারা আমার মতই Rosetta Stone – German Language Course সফটওয়ারটা ডাউনলোড করে ঘরে বসে জার্মান ভাষা প্র্যাকটিস করলে ভালো। টাকাও বাঁচবে, সময়ও কাটবে, কাজের কাজ কিছু একটা করাও হবে।

৫. ভিসা ও অন্যান্যঃ

ভার্সিটি থেকে অফার লেটার মেইলে আসার সাথে সাথে http://www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/02/Einreise__Hauptbereich.html এখান থেকে টেলিফোন নাম্বার নিয়ে ভিসা এপয়েন্টমেন্ট নিয়ে ফেলতে হবে, যারা ঢাকায় থাকে তারা ফোন না করে সরাসরি এম্বাসিতে চলে যাওয়া উচিত (ফোন নং-এ কল করে এপয়ন্টমেন্ট নেয়ার কথা ওয়েবসাইটে থাকলেও এরা একটু ইরেস্পন্সিবল টাইপের। আমার সময় ফোনে ডেট দিছিলো একটা, পরে গিয়া দেখি তারা নাকি সেটা খাতায় তুলে নাই এজন্যে ঐদিন আমার ইন্টারভিউই হয়নাই। আমি বলছিলাম, আমাকে তাইলে ভিসা প্রক্রিয়া তাড়াতাড়ি করেন নাহলে ক্লাস মিস করবো। জবাবে অপিসার বললো ২-১ দিন ক্লাস মিস হইলে কিছু হবেনা!!!) আর অবশ্যই ৬-৭ সপ্তাহ সময় হাতে রেখে ভিসার জন্যে এপ্লাই করতে হবে।

সিমুল্ট্যনাসলি আরো একটা জিনিস করে রাখতে হবে। সেটা হলো ব্লকড একাউন্ট। http://www.dhaka.diplo.de/contentblob/1669296/Daten/1275757/Merkblaetter_Studentenvisa_Download.pdf

ব্লকড একাউন্ট নিয়া সবার মধ্যে একটা ভয় কাজ করে- অন্যদের কাছ থেকে শোনার পরে বলছি, এখান থেকে প্রয়োজন না হলে ১টাকাও তোলা লাগেনা, যদিনা কেউ জার্মানিতে গিয়ে কোনো কাজকাম না করে মাসে মাসে এখান থেকে টাকা তুলে খাওয়ার প্লান করে। এইটা জাস্ট একটা ভিসা ফরমালিটি। কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পিএলসি আর ইবিএল ব্যাঙ্কের এই ব্যাপারে বেশ নামডাক আছে।কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে আমাকে বলছে ভিসা হওয়ার পরপরই নাকি এটা তুলে ফেলা যায়। যাচাই করে দেখা হয়নাই এখনো আমার।তাই আমার কথার উপর ভরসা না করাই বুদ্বিমানের কাজ হবে। এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে রাখা ভালো, তবে বেশি ভয় পাওয়ারও কোনো মানে নাই।

[U will get only 3 months VISA and there is a regulation that after getting it u have to send ur block money to ur German bank account so that u can extend ur VISA when u will reach Germany. After extension of ur VISA some states do not mind if u send the money back to ur home, but some states have rule like u can only withdraw a limited amount of money for example: 650-750 Euro per month. So do ur math sharply!!: For more clarification, Read the 4th point of the 2nd page in the following link pdf: http://goo.gl/JwfWE]

টাকাপয়সা রেডি থাকলে ব্লকড সার্টিফিকেট দিতে ১দিন মাত্র সময় লাগে ব্যাঙ্কের। এই ব্লকড সার্টিফিকেট আর উপরের পিডিএফ ফাইলের কথামতো সব সার্টিফিকেট (ইনক্লুডিং Registration Card, Admit Card of S.S.C & H.S.C), ফটোকপি (২ কপি লেখা থাকলেও আসলে ৩ কপি নিতে হবে) এবং ফরম ২ কপি http://www.dhaka.diplo.de/contentblob/494300/Daten/55423/Antrag_Familienzusammenfuehrung_Download.pdf ফিলাপ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে ভিসা ইন্টারভিউয়ের দিন এম্বাসিতে। অনেকসময় নাকি এম্বাসি এগুলো আগেই জমা নেয়, তবে আমার সে সৌভাগ্য হয়নাই, ইন্টারভিউয়ের দিনই নিয়ে যেতে বলছিলো আমাকে।আর ভিসা ইন্টারভিউ খুব সহজ একটা ব্যাপার।

সর্বোপরি যে কোনো এজেন্সী থেকে সাবধাণ!!! এজেন্সীগুলা হইলো ফার্মগেট-গুলিস্তান মোড়ে পাওয়া সর্বরোগের ওষুধ মলমের মত- শুধু বড়বড় কথা দিয়ে এডভের্টাইজিং আছে, লাগাইলে কাজ হবে হচ্ছে মনে হবে কিন্তু আসলে টাকাটা শুধু পানিতে ফেলা ছাড়া কিছুইনা। উপরের স্টেপগুলা তারা ফলো করবে আপনার হয়ে, কোনো সিউরিটি পাবেন্না, না হইলে বলবে আপনার যোগ্যতার অভাবে হলোনা- মাঝখান দিয়ে ভালো একটা এমাউন্ট আপনার কাছ থেকে খসাবে। আমাকে একজন কিছুদিন আগে বললেন তাকে নাকি এজেন্সী থেকে বলছে ব্লকড একাউন্টের টাকাটা তারা ব্যবস্থা করে দিবে, এছাড়া বাকি খরচপাতি মিলে সব প্রসেসিং-এ ৫ লাখ টাকা লাগবে। সো বি কেয়ারফুল!

আরো ডিটেইলস জানতে নিচের সাইটগুলো বেশ হেল্পফুল-

http://www.dw-world.de/dw/0,,13795,00.html

http://www.orkut.com/CommTopics?cmm=3946929

http://www.facebook.com/groups/BSAAG/

http://www.sonarbangladesh.com/article.php?ID=777

(http://sonarbangladesh.com/blog/mokarram76/20015 , http://sonarbangladesh.com/blog/mokarram76/3989 , http://sonarbangladesh.com/blog/mokarram76/2006 )

http://www.somewhereinblog.net/blog/ra_opu/29332447

Saturday, October 15, 2011

Admission in Canadian University

My tips for all who wish to join Canadian Universities as a graduate student (Pharmaceutical Sciences/related) WITH funding:

For this Fall, I got admitted to U of T (Ph.D.), UBC (M.Sc.), U of A (M.Sc.) and McGill (M.Sc.). So I am sharing my experiences.

These are my personal views, there MAY BE EXCEPTIONS AND OTHER VIEWS ALSO.

  • University of Alberta, University of Calgary and UBC:

a) Background preparation: get IELTS >7.0, CGPA>3.5, A/O-Level (added advantage).[Don't get excited about minimum criteria, Indians/Chinese/Egyptians have an CGPA>3.5 and most private/public uni students in BD now have CGPA>3.5].

b) Select 10 potent professors, read their stuff and mail them.

c) Be honest about what you know about research and discuss your desires.

d) Don't show them more than 3/4 papers, cause this will raise question about your country's ethical practices about research.

e) Try for M.Sc. rather Ph.D. (Cause Professors there like to take M.Sc. students, Don't worry! if you have the potential you can convert it to Ph.D. easily).

f) Never mail professors multiple times in a series. REMEMBER: these mails are read by the Professors himself/herself or by graduate students. If they see same mails 3/4 times they will just put you in SPAM list.

g) Get a good recommendation letter from someone who has good research background (papers are available in Pubmed). REMEMBER: If you get a recommendation letter from the most powerful man in DU, it will not matter! Professors just put the name in Pubmed and search for the authenticity. Do not let them write too much bogus things. Remember they have the same format, your friend is also expert in those bogus things who gets a recommendation from him;) [This advice goes for applying to all Universities].

h) In UA and UBC, Professors are the main thing. So focus on them. [Tuition fess: International ~8,000 CAD$, Canadian/USA citizen: ~5000 CAD$].

i) Funding is moderate here, but less expenses.

j) Publications are not that much important. But it's good to have some.

k) Always apply for FALL i.e. September.

l) REMEMBER: They don't care about your University's name. DU/EWU/NUB it doesn't matter.

m) For those who are doing M.Sc. in UK and Sweden, just apply here! They like Swedish and UK ppl.

n) If you are a PR, have enough money, tell the professor you want to study with self-finance.

Please do no tell lies in any stage, remember, if they ever find out you are a fraud, they will just cut your funding.

  • University of Toronto and McGill University:

a) Background preparation: get GRE>1350 (old or eq. new), IELTS >7.5/TOEFL>100, CGPA>3.8, A/O-Level (added advantage). [Don't get excited about minimum criteria, Indians/Chinese/Egyptians have an avg GRE score of >1300].

b) Publish at least 1 paper (for M.Sc.) and 3 paper (for Ph.D.). Remember, here international students compete with USA students to get in. Your paper must be available in Pubmed and should have >1.0 impact.

c) Select 10 potent professors, read their stuff and mail them. They will tell you to apply. Many professors will mail you back asking for to apply. DON'T GET EXCITED, IT'S A RULE BY UNIVERSITY OF TORONTO ADMINISTRATION THAT PROFESSORS SHOULD ENCOURAGE FOREIGN STUDENTS TO APPLY. WHY? THERE IS 110$ FEES. SO IT'S A BUSINESS.

d) If you think you not capable enough, then DON'T APPLY HERE. It will be just wastage of money and your time. AND THE GEC reserves copies of your application. So if you think, you can do better in 2013, don't apply for 2012. Don't rush!

e) Be honest about what you know about your research and discuss your desires.

f) In U of T, professors have no power to hire students. You must apply to programs you like. The GEC will rank students. Professors are only allowed to take from that list. NO PERSONAL FAVORITISM WILL BE GIVEN UNLESS YOU ARE CANADIAN/USA CITIZEN. Why??? The professors have to pay 10,000 CAD$/year extra just to take you. Why they should waste their grant money on you!!! [Tuition fess: International ~18,000 CAD$, Canadian/USA citizen: ~8000 CAD$].

g) Try for M.Sc. rather Ph.D. (Cause Professors there like to take M.Sc. students, Don't worry! if you have the potential you can convert it to Ph.D. easily)

h) Funding is very good here so are the expenses.

i) Always apply for FALL i.e. September.

j) REMEMBER: They don't care about your University's name. DU/EWU/NUB/NSU it doesn't matter.

k) There is no self-financed graduate program in Pharmaceutical/Medical Sciences in U of T or McGill.

REMEMBER: PR IN CANADA does not signifies you as a potential candidate, cause Professors think these guys are interested in doing job to earn more money rather than studying. But of course they have advantages of same tuition as Canadian. But those who have done undergraduates, they are in a more suitable place to get the funding.

General Application Guideline:

December: Browse internet and gather the documents

January-March: E-Mail Professors

February-April: Apply and send documents

Now, let me tell you about my credentials or else you will wonder how many MAMUs (;) I have in Canada!

1. CGPA: 4.0 (B.Pharm.) and 4.0 (M.Pharm.)

2. IELTS: 7.0 and 7.5

3. Publications: 8 (International); 4 (available in PubMED right now); first author paper has impact factor of (2.85) [I showed 3 during admission with one paper having impact factor of 3.25]

4. GRE score: 1480

5. Teaching experience: 3.5 years

REMEMBER: It's not good to apply to all places that you have seen some Bangladeshis have got admission. Try which ones suit you the best and apply to those ones. If you apply to High-quality places, with lower background, you will be sorry later on blaming your luck! And this happens!

Finally, best of luck! and in some cases, LUCK is the only thing you need!

______________

Abdullah Al Maruf

Ph.D. Student

University of Toronto

15-10-2011

Saturday, October 8, 2011

About convincing professor

Recommended Do's and Don'ts while asking a scholarship:
Do: Send mails to the professor with very little sentences. Try maximum 5-10 lines!


Don’t: never send unnecessary document with your email attachment [like your extra ordinary qualifications bla bla]. Of course you can send a short CV as a first ...stage.

Do: Write your research interest after reviewing the professors publications or research projects

Don’t: don’t write 2/3 professor AT A TIME in any institute remember they often speak with each other, so it’s not nice if you send at a time to many professor, but of course you can send one professor and add a sentence saying that if you like you can forward to your colleague

Do: Make a decent homepage and upload all your credentials and provide the link of your homepage with the email you send to the professor

Don’t: Do not make your home pages from where half of the pages covers with commercials (adds ). Best is that if you can upload from your school domain or some good sites [Google provides space for making tiny home page free]

Do: Make a good email Id while communicating with professors! Like first name.lastname@xyz.com

Don't: Please avoid making fun key ID`s [like hellboy@xyz or Crazygril@xyz] of course you have freedom choosing a name for email but it’s not treated well by the professors.

Do: Make a CV focusing your thesis work/publication (if any) and your skills [especially on the relevant field]

Don't: Please avoid writing all your information that is not much interesting for a professor like your full home town address your primary school name your parents name.

Last but not least: CV is one of the very important issues to get good impression from the first look, also contributes significantly on the competition. Please do not put fraudulent information on your CV today or tomorrow you will be punished if proven.

copied from somewhere that i forgot