সত্যিকার সুপারম্যানদের গল্পঃ (সাধারন মানুষের কিন্তু আশ্চর্যকর ক্ষমতা।) (http://www.somewhereinblog.net/blog/mirazsust/29412004)
১৩ ই জুলাই, ২০১১ রাত ১:৫৯
১। ডেনিয়াল টেমেট ( Daniel Tammet ) ব্রিটিশ নাগরিক।অতি সাধারন অটিস্টিক যুবক। কিন্তু অসাধারণ গড গিফটেড ক্ষমতার আধিকারি।আশ্চর্য জনক ভাবে যেই কোন গাণিতিক ক্যালকুলেশন সে কোন প্রকার গণনাকারী যন্ত্র ছাড়াই সম্পূর্ন ও সঠিক সমাধান করতে পারে। তার মতে, সংখ্যা গুলো আলাদা আলাদা আকার ও অনুভুতি সৃষ্টি করে তার মাথায়। তাই সংখ্যাকে সে দেখতে পায় এবং জটিল সংখ্যাও চিনতে পারে। তার আরও একটা ক্ষমতা হচ্ছে সঠিক ক্রমানুসারে মুখস্ত করা।তার উপর করা একটি পরীক্ষায় সে মাত্র ৫ ঘণ্টায় (π)পাই এর মান ২২,৫১৪ ঘর পর্যন্ত মুক্ষস্ত করে। ডেনিয়াল টেমেট বিদেশী ভাষাও খুব সহজেই আয়ত্ব করতে পারে। সে মাত্র সাত দিনে যে কোন কঠিন ভাষাই শিখতে পারে।
http://www.youtube.com/watch?v=AbASOcqc1Ss&feature=player_embedded
২। ৪০ বছরের এক মহিলা ডাক্তারের কাছে একটা সমস্যা নিয়ে গেল। “আমার সমস্যা হচ্ছে,আমি একটু বেশীই মনে রাখতে পারি”। কিন্তু কত বেশী? সে নাকি গত ২৫ বছর যাবত কোন কিছুই ভুলেনা। এই সময়ের মধ্যে যে কোন কিছু জিজ্ঞ্বাস করলে হুবুহু একই রকম বলতে পারেন।সেই দিন কি বার,কোন মাস,কোন সময় সবই। প্রাইভেছি রখার্থে তার নাম জানানো হয়নি। কোড নাম দেয়া হয়েছে AJ. বর্তমানে সে Jim McGaugh নামক নিওরোবায়োলজিস্ট এর তত্বাবধায়ানে রয়েছে।
৩। না ঘুমিয়ে আমরা কত দিন থাকতে পারি? তার নাম থাই এংজক(Thai Ngoc) বয়স ৬৪। ১৯৭৩ সালে একবার জ্বরে অসুস্থ হয়ে পরে এংজক। আর অসুখ সারবার পর থেকে এখন ঘুমানো হয়নি তার। টানা ১১,৭০০ রাত অঘুমা এই থাই এংজক। কিন্তু এখনও সুস্থ সবল আছেন। এই কৃষক এখন নিয়মিতই কাজ করে যাচ্ছে তার নিজের খামারে। রাতে সাধারণত ব্যাস্ত থাকেন তার ক্ষেত ও ফসলাধি পাহারা দিতে। একবার টানা তিন মাস একটানা দিন ও রাতভর কাজ করে দুইটা পুকুর খনন করে এংজক।
৪।এবার আসি ইলেকট্রিক শক এর ব্যাপারে।ইলেকট্রিক শক তো জীবনে অন্তত পক্ষে এক বার খেয়েছে? বৈজ্ঞানিক ভাবে একজন মানুষ সর্বচ্চো ৫০ ভোল্ট সহ্য করতে সক্ষম। কিন্তু স্লাভিছা পাজকিক (Slavisa Pajkic) এর ক্ষেত্রে এটা সত্য নয়। এই সার্বিয়ান নাগরিক তা শরীরের মধ্যে দিয়ে ২০,০০০ ভোল্ট বিদ্যুৎ পাঠিয়ে গ্রনিচ বুকে নাম উঠান। তার পরবর্তি স্বপ্ন ১ মিলিয়ন ভোল্ট।
৫। টিম ক্রীডল্যান্ড (Tim Cridland ) প্রাক্তন সার্কাস দলের সদস্য। সে তার শরীরের মধ্যে দিয়ে অনায়েসে ধারালো অস্ত্র অথবা বড় বড় সূচ প্রবেশ করিয়ে দেয়। আগুনের মধ্যে দিয়েও অনায়েসে পার হতে পারে। তার দাবি সে নাকি কোন ব্যাথা অনুভব করেনা, এবং সে তার মাইন্ডকে নিয়ন্ত্রন করতে পারে। ডাক্তারদের মতে এটা তার জন্মগত পরিবৃত্তি। তাই বলে ভাববেনা তার তাপ, স্পর্শ অনুভুতি নেই।
0 comments:
Post a Comment